Bolly Tolly News, Kolkata, 11th September 2018 : অবশেষে রাজ্যের মানুষকেই বিরাট স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েকদিন নাগাড়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির পর এই দুই জ্বালানির দাম রাজ্যের তরফ থেকে ১ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিলেন মমতা। নবান্নে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকার যেহুতু দাম কমানোর মেজাজে নেই, তাই আমারাই ১ টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নিলাম।
কংগ্রেস ও বামেদের ডাকা বনধের পরেও কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের দাম কমানো নিয়ে কোন সিধান্ত ঘোষণা করে নি। এদিকে এরাজ্যের সরকার কিন্তু পেট্রল ও ডিজেলে ১ টাকা করে কর ছাড়ের সিধান্ত নিল। মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে ওই কর ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে কেন্দ্রীয় সেস প্রত্যাহার করারও দাবি জানান তিনি। এর আগে রাজস্থান,অন্ধ্রপ্রদেশ পেট্রল ডিজেলে কর ছাড়ের ঘোষণা করে। এবার সেই পথেই হাঁটল বাংলা। এতে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
লাগাতার পেট্রপণ্যের অস্বাভাবিক ভাবে মুল্য বৃদ্ধি হতে শুরু করায় দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কংগ্রেস ও বামেরা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয়। গোটা দেশেই কম বেশী ওই ধর্মঘটের প্রভাবও পড়ে। কিন্তু তারপরেও দাম কমা তো দূরের কথা এদিনও পেট্রল ও ডিজেলের মুল্য বৃদ্ধি হয়।
আন্তর্জাতিক বাজারে মুল্য বৃদ্ধি ও টাকার মান কমে যাওয়ার জন্য পেট্রল ও ডিজেলের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে বলে বিভিন্ন মহল থেকে জানানো হয়। কিন্তু তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপের কথা ঘোষণা করেনি। অন্যদিকে বাংলা সহ তিন রাজ্য কর চার দিয়ে কিছুটা হলেও কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
Comments