Bolly Tolly News, Kolkata, 14th September 2018 : সন্ত্রাসবাদী হামলা নিয়ে গোয়েন্দাদের সতর্কতা ছিলই। প্রধানমন্ত্রীর উপর সেই হামলা হতে পারে ইতিমধ্যে শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। শহুরে মাওবাদীরাও সেই ষড়যন্ত্রের ছক কষছে বলে পুনে সহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে সমাজকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিস। এই পরিপ্রেক্ষিতে লালকেল্লা সংলগ্ন এলাকা থেকে দুই সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিসের বিশেষ সেল। তারা আইএস সংগঠনের জম্মু ও কাশ্মীর শাখার সদস্য বলে জানিয়েছে দিল্লি পুলিস।
ধৃতদের নাম পারভেজ আহমেদ লোন (২৪) ও জামশেদ (১৯)। দু’জনেই কাশ্মীরের সোপিয়ান জেলার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ এসিপি গোবিন্দ শর্মার নেতৃত্বে একটি দল লালকেল্লা সংলগ্ন জামা মসজিদ বাসস্টপ থেকে তাদের পাকড়াও করে দিল্লি পুলিসের বিশেষ সেল। ডেপুটি কমিশনার (স্পেশাল সেল) পি এস কুশওয়া বলেছেন, জম্মু ও কাশ্মীর ফিরে যাবে বলে রাজধানী থেকে একটি বাস ধরেছিল ওই দু’জন। দিল্লিকে তারা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে চাইছিল। ধৃতদের থেকে দু’টি পয়েন্ট ৩২ পিস্তল, চারটি মোবাইল উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, পারভেজের ভাই ছিল আইএসের সদস্য। প্রথমে হিজবুল মুজাহিদিনে নাম লেখানোর পর আইএসে যোগ দিয়েছিল সে। চলতি বছরের ২৬ জানুয়ারি সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মারা যায় সে। বর্তমানে উত্তরপ্রদেশের গজরোলা থেকে এম টেক পড়ছে পারভেজ। পুলিস আরও জানিয়েছে, ভাইয়ের থেকেই জঙ্গি মতাদর্শে অনুপ্রাণিত হয়েছে সে। অন্যদিকে, জামশেদ হল ডিপ্লোমার ছাত্র। মহম্মদ আবদুল্লা বশিথের আন্দোলনে ইন্ধন জুগিয়েছিল সে। ওমর ইবন নাজির ও আদিল ঠোকরের নির্দেশমতো কাজ করছিল পারভেজ ও জামশেদ বলে জানিয়েছে পুলিস। দিল্লিতে জঙ্গি নাশকতা চালানোর কোনও পরিকল্পনা না থাকলেও তারা দিল্লিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল। প্রসঙ্গত, এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছে মহম্মদ আবদুল্লা বশিথ।
আগামী বছরেই লোকসভা নির্বাচন। সেইসঙ্গে রয়েছে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সফর শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করবেন একাধিক জনসভাও। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যার মতো মোদিকে খুন করার ছক কষছে জঙ্গিরা। এই সতর্কতা জারি করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়িয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকী, দেশের গুরুত্বপূর্ণ তথা জনবহুল স্থানগুলিতে নাশকতা ঘটিয়ে লোকসভা নির্বাচনের আগে অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দারা। তার মধ্যে বৃহস্পতিবার রাতে দিল্লির হাইপ্রোফাইল জায়গায় দুই সন্দেহভাজন আইএসজেকে জঙ্গির গ্রেপ্তারকে গুরুত্ব দিয়েই দেখছে পুলিস।
Comments